আমাদের অর্জনসমূহ
ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধ কার্যক্রম তৃণমুল পর্যায়ে বিস্তৃতির লক্ষ্যে বাগেরহাট জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ১০ অনুসারে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে এবং প্রবিধানমালা ২০১৩ অনুসারে ৯ টি উপজেলায় উপজেলা কমিটি ও ৭৫ টি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে বাগেরহাট জেলায় মোবাইল টিম কর্তৃক সর্বমোট ১৭৫টি বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সর্বমোট ১৬,৫৫,৬০০/-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ৫টি অভিযোগ নিস্পত্তি করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়নে ভোক্তা অধিকার বিষয়ক ৩৩০০টি পোস্টার, ১২,০০০টি লিফলেট, ১০,০০০টি প্যাম্পলেট ২,০০০টি স্টিকার ও ৩৬৮টি ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, মসজিদ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, ফায়ার সার্ভিস, যুব উন্নয়ন অধিদপ্তর, হোটেল-রেস্টুরেন্ট, বেকারী, কসমেটিকস, ঔষধ, ফল ব্যবসায়ী, সেমাই, চানাচুর, মিষ্টি, গ্যাস ডিলার/পরিবেশক, পরিবহন, হাটবাজারের ক্রেতা সাধারণ জনগণ, বিভিন্ন উপজেলার বাজার কমিটির সাথে মতবিনিময় সভার পাশাপাশি ৩৬টি গনশুনানির আয়োজন করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর উপরে বাগেরহাট জেলা ও সকল উপজেলায় মোট ৩৬ টি সেমিনার আয়োজন করা হয়েছে। সেবা গ্রহনে উদ্বুদ্ধকরন সম্বলিত তথ্য প্রদর্শণ করা হয়েছে। বাগেরহাট জেলা ও প্রতিটি উপজেলায় প্রতিবছর ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS